বাঁকুড়ার মাটিতে আপেল চাষ করে তাক লাগালো পরশমনি

24th June 2020 3:43 pm বাঁকুড়া
বাঁকুড়ার মাটিতে আপেল চাষ করে তাক লাগালো পরশমনি


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বাঁকুড়ার মাটিতে আপেল চাষ ? তা ও এই রকম জল মাটি আবহাওয়ায়? হ্যাঁ এই অসাধ্য সাধন করেছে বাঁকুড়ার পরশমনি । প্রচারের আড়ালে থেকেই নিজেদের ফার্মে নিরলস পরিশ্রম আর গবেষণার মাধ্যমে আপেল এর ফলন এনেছে পরশমনি । এই বাঙালি প্রতিষ্ঠান টির পরিচিতি এশিয়া তথা বিশ্ব জুড়েই । বীজের  ভ্যারাইটি,জৈব চাষ,গোখাদ্য,এবং আম উৎপাদনে বাংলার অনন‌্য সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে ।  এবার তাকে লাগিয়ে দিয়েছে একটি উন্নত প্রজাতির " গ্ৰীন " আপেল গাছ লাগিয়ে ও তার ফলন এনে । সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ,এটি পরীক্ষা মূলক ও গবেষণা পর্যায়ে আছে । গত দু তিন বছর ধরে তাঁরা মীরাট এর গবেষণা ক্ষেত্র থেকে চারা এনে পরিচর্যা করে এবার ই প্রথম ফলন এনেছেন । মাটি ,জল হাওয়া ও গুণমান দেখে পরীক্ষায় সফল হলে পরশমনি নামবে বানিজ্যিক ভাবে । তাদের নিজস্ব ফার্মে ইতিমধ্যে নানান প্রজাতির আম,বেদানা,মৌসুম্বী র বানিজ্যিক উৎপাদনে মিলেছে অভাবনীয় সাফল্য । এবার আপেল এর গবেষনায় সফল । সম্ভবতঃ নদীয়া ও বাঁকুড়া এক ই খাতায় নাম লিখিয়ে রেকর্ড গড়ে ফেলল । এবার সত্যি সত্যি আপেল, কুমড়ো কে আপেল বলার দিন শেষ ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।